Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ
  • জেলা সমবায় কার্যালয়, চুয়াডাঙ্গা এর বিগত ০৩ বৎসরের অর্জিত সাফল্য :

    সমবায়কে উন্নয়নমুখী ও টেকসই করার জন্য জেলা সমবায় কার্যালয় চুয়াডাঙ্গা এর কাজের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি প্রস্ত্তুতের ক্ষেত্রে বিগত তিন বৎসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। কর্মকর্তাগণের উদ্ভাবনী প্রয়াসের ফলে সমবায়কে আরও গণমানুষের সংগঠনে পরিণত করতে ও এর গুনগত মান উন্নয়নে জেলায় উৎপাদনমুখী ও সেবাধর্মী সমবায় গঠন, সমবায় উদ্যোক্তা সৃষ্টির কৌশল অবলম্বন এবং সমবায়ীদেরকে দক্ষ্য জনশক্তিতে রুপান্তর  উল্লেখযোগ্য। বিগত তিন অর্থবছরে মোট ৬৩ টি নতুন সমবায় সমিতি গঠন করা হয়েছে এবং ১২৬০ জন নতুন সমবায়ীকে সদস্যভুক্ত করা হয়েছে। ২০১৫-২০১৬সনে ৩৬৭টি, ২০১৬-২০১৭ সনে ৩২২টি এবং ২০১৭-২০১৮সনে ৩৭৭টি, সর্বমোট ১০৬৬ টি সমবায় সমিতির নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া চলতি সনে ৯৪৫ জন সমবায়ীর দক্ষতা উন্নয়নে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৭৪৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ চুয়াডাঙ্গা এর মাধ্যমে প্রায় ২(দুই) কোটি টাকা কৃষি ঋন সমবায়ীদের মাঝে বিতরন করে কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছে। অন্যদিকে সমবায়ীদের উৎপাদিত পন্য  বাজার জাত করার জন্য ০৪টি সমবায় বাজার খোলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ/আশ্রয়ণ ফেইজ-২/আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (ঘুর্নায়মান হিসাবে) ২৮৬.৭৯ (লক্ষ্য)টাকা ঋন বিতরন ও ২২৩.৬১ (লক্ষ্য) টাকা আদায় করা হয়।

    ২০১৯-২০২০অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ

  • ৩৬ টি সমবায় সমিতির  নিবন্ধন করা হবে;
  • ০৭ টি উৎপাদনমুখি সমবায় সংগঠন করা হবে;
  • ৯৬০ জনকে চাহিদাভিত্তিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ প্রদান করা হবে;

 

বার্ষিক নির্বাচনী ক্যালেন্ডার মোতাবেক কার্যকরী সমিতি গুলোর ১০০% সমবায়ের নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা হবে;