Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সমিতি নিবন্ধন, উপ-আইন সংশোধন, প্রশিক্ষণ, অডিট, পরিদর্শন,বিরোধ নিষ্পত্তি ও অবসায়ন। কার্যালয়ে কর্মরত পরিদর্শক, প্রশিক্ষক ও সরেজমিনে তদন্তকারী দায়িত্ব পালন করছেন।


 
০১। সমিতি নিবন্ধনঃ ২০ জন সদস্য বিশিষ্ট একটি দল একটি সংগঠন করতে চাইলে প্রথমে তারা জেলা অথবা সমবায় কার্যালয়ে  যেয়ে সেখানে কর্মরত অফিসারের পরামর্শ নিবে এংব সেই পরামর্শ অনুযায়ী কাজ করবে।

০২উপ-আইন সংশোধনঃ

সমিতির ব্যবস্থাপনা কমিটি সভার মাধ্যমে সিদ্ধন্ত নিবে যে তাদের কিকি বিষয়ের উপর উপ-আইন সংশোধন করতে হবে। সেই সিদ্ধান্তটি উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসার বরাবর প্রেরণ করবে।

০৩। প্রশিক্ষণঃ

সমবায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ পাঠানো হয়ে থাকে।

০৪। অডিটঃ

প্রতি অর্থ বছরে সমিতির আয়ন ব্যয়ন হিসাব পরীক্ষা করা হয়ে থাকে।

 

০৫। পরিদর্শণঃ

জেলা ও উপজেলা সমবায় দপ্তরে কর্মরত অফিসারবৃন্দ প্রয়োজনে সমিতির কার্যালয়ে যেয়ে তাদের সার্বিক কার্যক্রম পরিদর্শণ করে থাকে।

০৬। বিরোধ নিষ্পত্তিঃ

কোন সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে কোন রকম বিরোধ হলে তাদের আবেদনের প্রেক্ষিতে সমবায় আইন ও বিধি মোতাবেক সেই বিরোধ নিষ্পত্তি করে থাকে।